‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’


প্রকাশিত: ০৩:২৬ এএম, ১০ নভেম্বর ২০১৪

শহীদ নূর হোসেন দিবস সোমবার। স্বৈরাচারী এরশাদ সরকারের পতন আন্দোলনে এদিন রাজপথে নেমে আসেন নূর হোসেন। এর পর পুলিশের গুলিতে শহীদ হন তিনি।

নূর হোসেনের বুকে-পিঠে লেখা ছিল ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। তার রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর রূপ লাভ করে। অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে।

প্রতিবছরই শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজনৈতিক দলগুলো আলাদা আলদা কর্মসূচি পালন করে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিবৃতি ও নূর হোসেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

নূর হোসেন দিবসের কর্মসূচিতে রয়েছে রাজধানীর জিরো পয়েন্টে (নূর হোসেন চত্বর) ও জুরাইনে সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।