কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করলেও বর্তমানে তা বেড়ে আটটি ইউনিট কাজ করছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ৮ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রওনা হয়েছে। তবে সেটি বাড়িয়ে আরও চারটিসহ মোট আটটি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এআরএ/এমকেএইচ