সিলেট-তামাবিল-ঢাকা মহাসড়ক চার লেন হবে : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেট-তামাবিল-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে একটি বিদেশি কোম্পানির সঙ্গে এমইউ স্বাক্ষর করেছে। তারা এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। শনিবার বেলা সাড়ে ১১ টায় সিলেট সার্কিট হাউসে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সিলেটের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, চট্রগ্রামের পরই সিলেট আমাদের প্রাণ। এখানকার প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। কাজেই যে হাঁস বেশি ডিম দেয় সেটিকে যত্ন করে বাঁচিয়ে রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহাসড়ক চার লেনে উন্নীত করার ব্যাপারে আন্তরিক।
তিনি আরও বলেন, আগামী চার মাসের মধ্যে বাংলাদেশ-ভারত-ভুটান ও নেপালের (বিবিআইএন) মধ্যে আঞ্চলিক সড়ক যোগাযোগ শুরু হবে। এই যান চলাচল সিলেট-তামাবিল এশিয়ান হাইওয়ে দিয়ে শুরু হবে। কাজেই সিলেটের এই মহাসড়কটি চার লেনে দ্রুতই উন্নীত করা হবে।
মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশের জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচল করতে পারে না। মহাসড়কে অটো চলাচল করলেই দুর্ঘটনা ঘটে। আর এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ সব যাত্রীই মারা যায়। ফলে আমাদের গরিব মানুষগুলোই বেশি মারা পড়েন।
এ সময় মন্ত্রী সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে উদ্দেশ্য করে বলেন, এই অল্প কয়েক কোটি টাকার কাজের জন্য বার বার টেন্ডার দিতে হবে কেন। এই সড়কে আমরা শামীমসহ অনেককে জনপ্রিয় রাজনীতিবিদ ও মানুষকে হারিয়েছি। তাই এই দুর্ঘটনাপ্রবণ সড়কের উন্নয়ন কাজ যেন ইঞ্জিনিয়ারিং জটিলতায় দেরি না হয় সে ব্যাপারে খেয়াল রাখার নির্দেশ দেন তিনি।
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট অংশের ভাঙাচোরা মহাসড়ক যেন আগামী ১০দিনের মধ্যে সংস্কার করার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, কতটুকু কাজ হয়েছে সে ব্যাপারেও আমি খোঁজ নিব। মহাসড়ক সংস্কার না হওয়ায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ২০০ থেকে ২৫০ কিলোমিটার সড়ক ভালো। আর সিলেট অংশের মাত্র কয়েক কিলো সড়কের জন্য পুরো মন্ত্রণালয়ের বদনাম হবে এটা মেনে নেয়া হবে না। এই সড়ক সংস্কারের বরাদ্ধ দেয়া আছে। তারপরও যদি আরও টাকা লাগে আমি সেটিও দেব। তারপরও সড়কের বেহাল অবস্থা রাখা যাবে না।
সিলেট-ভোলাগঞ্জ ৩৩ কিলোমিটার সড়ক উন্নয়নে সাড়ে চারশত কোটি টাকার প্রকল্প দেশের আর কোনো সড়কের জন্য দেয়া হয়নি জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, এই সড়কটি দিয়ে সারা দেশে পাথর পরিবহন করা হয়। এজন্য একটু ভালোভাবে এটি নির্মাণ করতে হবে বলেই এত টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এটি শুধু সিলেটের জন্য নয় এই সড়ক করা হয়েছে দেশের জাতীয় স্বার্থে। তাই আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ওই সড়কের কাজ শুরু হবে।
ওবায়দুল কাদের বলেন, সিলেট নগরকে যানজটমুক্ত করতে শুধু কাজিরবাজার সেতু নয়, ফ্লাইওভার বা টার্নেলের ব্যবস্থা করতে হবে।
মতবিনিময় সভায় সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক এমপি সৈয়দা জেবুন নেছা হক, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান, সিলেট জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা, সওজের নির্বাহী প্রকৌশলী ইফতেখার উদ্দিন আহমদ ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ছামির মাহমুদ/এসএস/এমএস