রোনালদোকে রিয়াল ছাড়ার পরামর্শ লাপোর্তার


প্রকাশিত: ০৭:০৮ এএম, ২১ নভেম্বর ২০১৫

রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদ ছাড়ার পরামর্শ দিলেন সাবেক বার্সা সভাপতি জন লাপোর্তা। তিনি মনে করেন, দীর্ঘদিন মাদ্রিদিস্তানদের ডেরায় না থেকে রোনালদোর জন্য অন্য কোনো ক্লাবে  যাওয়ার এটাই সঠিক সময়।

এদিকে রোনালদোর রিয়ািল ছাড়া নিয়ে বেশ গুঞ্জণ অনেকদিন। রোনালদো আগে এক সময় বলতেন যে, তিনি বার্নাব্যুতেই ক্যারিয়ার শেষ। কিন্তু এখন এ ব্যাপারে জিজ্ঞেস করা হলেই বলেন, ভবিষ্যত কেউ জানে না। আপনার ভবিষ্যতও আপনি জানে না। আমি ভবিষ্যতে কোথাও যাবো কিনা, তা জানি না।

রিয়ালে নিজের পারফরমেন্স আর ক্যারিয়ার নিয়ে সন্তুষ্টির পাশাপাশি বর্তমানে নিজেকে বিশ্বের সেরা ফুটবলার বলে মনে করেন পর্তুগিজ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে, তার সাথে কিছুটা দ্বিমত পোষণ করলেন বার্সেলোনার সাবেক সভাপতি জন লাপোর্তা।

বার্সেলোনার সাবেক সভাপতি মনে করেন, এ বছর মাঠে নিজের সেরাটা দেননি সিআর সেভেন। তাই, বয়স আর পারফরমেন্সের কথা মাথায় রেখে রোনালদোর দল পরিবর্তনের জন্য এটাই মোক্ষম সময় বলে মনে করেন লাপোর্তা। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ১৩ গোল করেছেন ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।