ভারতের কাছে বাংলাদেশের হার
ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ দলের ১৫৮ রানের জবাবে মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে স্বাগতিকদের কাছে ৮২ রানের বড় ব্যবধানে হেরে যায় মেহেদি হাসান মিরাজের দল।
কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয় মাঠে টসে হেরে ফিল্ডিং করতে নেমে বাংলাদেশের যুবাদের সূচনা খারাপ হয়নি। প্রথমে দুই পেসার আবদুল হালিম এবং সাইফুদ্দিনের তোপ। এরপর দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ এবং সালেহ আহমেদ শাওনের ঘূর্ণি। ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বসেছিল স্বাগতিকরা। কিন্তু নয় ও দশ নম্বর ব্যাটসম্যান দুটি ইনিংস খেলে দলের রান দেড়শ` পার করে দেন।
জবাব দিতে নেমে প্রথম বলেই ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৭৬ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ২৬ রান করেন সাইফুল হায়াত। ভারতীয় বোলারদের মধ্যে তোপটা চালান মূলত প্রথম পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে নামা পেসার আভেস খান। ৬ ওভার বোলিং করে মাত্র চার রানে চারটি উইকেট তুলে নেন তিনি।
এমআর/এমএস