ঢাকায় ফসলি জমি ভরাট, তিন ড্রেজার জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২১

রাজধানীর ফকিরখালী এলাকায় ফসলি জমি ভরাট করে অনুমোদনহীনভাবে গৃহায়ন প্রকল্প গড়ে তোলার অভিযোগে তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দুই ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় একটি মেশিন নগদ ১ লাখ ৬৫ হাজার টাকায় স্পট নিলামে বিক্রি করে দেয়া হয়। খননযন্ত্রগুলো স্বদেশ প্রপার্টিজ লিমিটেডের বলে জানিয়েছেন স্থানীয় জনগণ। ডিএসসিসি এই অভিযান অব্যাহত থাকবে।

এমএমএ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।