হামলা জোরদার করার নির্দেশ পুতিনের


প্রকাশিত: ০৯:৩২ পিএম, ২০ নভেম্বর ২০১৫

সিরিয়ায় সহিংসতায় লিপ্ত আইএস-এর বিরুদ্ধে হামলা জোরদার করার নির্দেশ দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আইএসের বোমায় রাশিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ায় পুতিন দেশটির সেনাবাহিনীকে এ নির্দেশ দিয়েছেন। খবর- রেডিও তেহরান`র।

শুক্রবার মস্কোয় রুশ সেনাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, সম্প্রতি বিমান ও নৌবহর থেকে সন্ত্রাসীদের ওপর যে হামলা হচ্ছে তা যথেষ্ট নয়। হামলা আরো বাড়াতে হবে।

বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, গত চারদিনের নৌ বাহিনী ও বিমান বাহিনীর হামলায় সন্ত্রাসীদের ব্যাপক ক্ষতি হয়েছে। সিরিয়ার ইদলিব, রাকা ও আলেপ্পো প্রদেশের সাতটি সন্ত্রাসী অবস্থানে ভূমধ্যসাগর থেকে ১৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৬০০ সন্ত্রাসী নিহত হয়ছে।

এছাড়া, রুশ হামলায় সন্ত্রাসী তেল বিক্রির যে ব্যবস্থা ছিল তা ধ্বংস হওয়ায় প্রতিদিন ১৫ লাখ ডলারের তেল বিক্রি বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মিশরের সিনাই উপদ্বীপে গত মাসে বিধ্বস্ত রুশ যাত্রীবাহী বিমানটি বোমা বিস্ফোরণের ফলেই ভেঙে পড়েছে বলে নিশ্চিত হয়েছে রাশিয়া। আর এর দায় স্বীকার করেছে আইএস।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।