কাফনের কাপড় গায়ে রাস্তায় নেমেছিলেন তারা

ক্যাম্পাস প্রতিবেদক
ক্যাম্পাস প্রতিবেদক ক্যাম্পাস প্রতিবেদক ঢাকা কলেজ
প্রকাশিত: ০৮:১১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে সকাল থেকেই আন্দোলন করছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে বিভিন্ন ব্যানার, হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে হাজির হন তারা।

হাজারও শিক্ষার্থীর ভিড়ে ব্যতিক্রম চরিত্রে দেখা গেছে চার শিক্ষার্থীকে। চারজনই গায়ে কাফনের কাপড় জড়িয়ে এসেছেন। সাদা কাপড়ে বুকের ওপর লেখা ছিল ‘হয় পরীক্ষা নাও, না হয় জীবন নাও’।

এমন ব্যতিক্রমী প্রতিবাদের বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থী সাব্বির বলেন, ‘দীর্ঘ সেশনজটে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। মাত্র একটা পরীক্ষা বাকি, এখন যদি পরীক্ষা স্থগিত হয় আমরা কবে চাকরিতে যোগ দেব? পরিবার তাকিয়ে আছে কবে সংসারের হাল ধরব। এ জন্যই আমাদের এমন প্রতিবাদ।’

আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন, ‘দীর্ঘ সেশনজটে আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। কর্তৃপক্ষ কি বোঝে একটা নিম্নবিত্ত পরিবারের সন্তানের ঢাকায় পড়ালেখার খরচ চালাতে কত কষ্ট হয়! অনার্স শেষ না হওয়ায় আমরা চাকরিতে যোগ দিতে পারছি না। আমরা এর প্রতিকার চাই।’

মঙ্গলবার সন্ধ্যা থেকেই চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে নীলক্ষেতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ সকাল ৯টায় আবারও নীলক্ষেতে জড়ো হন শিক্ষার্থীরা। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ সাইন্সল্যাব মোড় অবরোধ করে। এতে আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বুধবার দুপুরে এক অনলাইন সভায় সাত কলেজের পরীক্ষা চলমান থাকার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাত কলেজের সমন্বয়কসহ কলেজের অধ্যক্ষরা।

পরীক্ষা শুরুর ঘোষণা আসার পরপরই রাজধানীর নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড়ের অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এদিকে সাত কলেজের স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের তৃতীয় বর্ষ স্নাতক পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ২৮ ফেব্রুয়ারি, ৩, ৬, ৯ ও ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে। সূচিতে পরীক্ষার কেন্দ্রও ঘোষণা করা হয়েছে।

অপরদিকে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি, ২, ৪ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ বর্ষের পরীক্ষাও প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।