বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ
পঞ্চম বারের জন্য ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সংযুক্ত জনতা দল নেতা নীতিশ কুমার। মহাজোটের অন্যতম শরিক রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী হলেন বিহারের উপ মুখ্যমন্ত্রী।
২৬ বছর বয়সের তেজস্বী এই প্রথম বিধায়ক হয়েছেন। তবে পটনার গান্ধী ময়দানে মহাজোটের সরকারের শপথ অনুষ্ঠানে সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিংহ যাদব ও তার পুত্র উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব উপস্থিত ছিলেন না।
বিহারে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধের জেরে মহাজোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন মুলায়ম। কিন্তু বিহার ভোটে মহাজোটের জয়জয়কারের পর অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের ধারণা ছিল, মহাজোটের সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে সেই দূরত্ব কমানোর চেষ্টা করবেন মুলায়ম।
এ দিনের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকতে না পারলেও তার প্রতিনিধি হিসাবে দুই কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু ও রাজীব প্রতাপ রুডি উপস্থিত ছিলেন। মহাজোটের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীকে।
তাছাড়াও বহু কংগ্রেস নেতা ও কংগ্রেসি মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও তার পিতা ফারুক আবদুল্লা এবং তামিলনাড়ূর সাবেক মুখ্যমন্ত্রী ডিএমকে নেতা এম করুণানিধির কনিষ্ঠ পুত্র স্ট্যালিন উপস্থিত ছিলেন শপথ অনুষ্ঠানে।
আরএস