৬ লাখ বিদেশগামী যাত্রীর করোনার নমুনা পরীক্ষা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:২১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

মহামারি করোনাকালেও বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। বর্তমান পরিস্থিতিতে যেকোনো দেশে যাওয়ার জন্য বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর ল্যাবরেটরিতে করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ হতে হয়।

গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ (বুধবার) পর্যন্ত বিদেশগামী ছয় লাখ এক হাজার ৯৭ জন করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য চার হাজার ৭৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে, ছয় লাখ এক হাজার ৯৭ জনের নমুনার মধ্যে ঢাকায় তিন লাখ ৩১ হাজার তিনজনের নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া বরিশালে এক হাজার ৯৮৭ জন, চট্টগ্রামে এক লাখ ১৩ হাজার ৯২২ জন, কক্সবাজারে সাত হাজার ৫৬৭ জন, কুমিল্লায় ৪০ হাজার ১৪৮ জন, নারায়ণগঞ্জে নয় হাজার ২৯৫ জন, খুলনায় ১৬ হাজার ৭৫ জন, কুষ্টিয়ায় ছয় হাজার ৩০২ জন, ময়মনসিংহে চার হাজার ২৮৪ জন, বগুড়ায় দুই হাজার ১১৩ জন, রাজশাহীতে ছয় হাজার ৫৭৬ জন, দিনাজপুরে এক হাজার ৫৬০ জন, রংপুরে এক হাজার ৪৮০ জন, সিলেটে ৩৯ হাজার ১১৯ জন এবং নোয়াখালীতে ১৯ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়।

বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।