সিএস করিম আর নেই


প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ২০ নভেম্বর ২০১৫

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিম (সিএস করিম) আর নেই। শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

জানা যায়, নিউমোনিয়ার সমস্যায় গত এক সপ্তাহ ধরে ভুগছিলেন সিএস করিম। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে শুক্রবার রাতে হার্ট অ্যাটাক হলে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা তাকে। সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।

২০০৭ সালের জানুয়ারিতে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায় সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া কর্মজীবনে বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালনসহ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সদস্য ছিলেন তিনি।

১৯৪৮ সালের ৭ জানুয়ারি চট্টগ্রামের মীরসরাইয়ে জন্মগ্রহণ করেন চৌধুরী সাজ্জাদুল করিম। ১৯৬৪ সালে এসএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। পরে রাশিয়ায় নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি ও পোস্ট ডক্টরেট করেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।