চলছে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি


প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২০ নভেম্বর ২০১৫
ফাইল ফটো

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ। পূর্ব ঘোষণা অনুযায়ী এ রিপোট লেখা পর্যন্ত রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গান, শ্লোগানের মধ্যদিয়ে চলছে সমাবেশ।

সাকা-মুজাহিদের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে শুক্রবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ গণ-সমাবেশ থেকে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত এ দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর করা না হয়, ততক্ষণ পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

তিনি জাগো নিউজকে বলেন, আমরা এখন থেকে ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলিয়ে যাব। আমরা আশা করছি সরকার দ্রুত সময়ের মধ্যেই এ রায় কার্যকর করবে।

তিনি বলেন, বিএনপি যে বিবৃতি দিয়েছে, এতে দেখা যায়- জামায়াতের সঙ্গে তাদের যে পার্থক্য, তা তারা (বিএনপি) মুছে ফেলেছে। এখন জামায়াতের সঙ্গে বিএনপির আর কোনো পার্থক্য নেই। আমরা ভেবেছিলাম বিএনপি ভুল রাজনীতি থেকে সরে এসে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে দাঁড়াবে। কিন্তু তাদের যে বিবৃতি, তা বাংলাদেশের সাধারণ মানুষকে হতাশ করেছে।

ইমরান বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি সাধারণ মানুষের মনের ভাষা বুঝতে না পারে, তবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

গত বুধবার (১৮ নভেম্বর) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে সাকা চৌধুরী ও মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দেন। ফলে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল বিভাগের মৃত্যুদণ্ড বহাল থাকে এবং রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। তবে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

এএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।