সশস্ত্র বাহিনীকে সক্ষম ও শক্তিশালী করা হবে : খালেদা


প্রকাশিত: ১২:৫২ পিএম, ২০ নভেম্বর ২০১৫

সশস্ত্র বাহিনীকে বিশ্বের অন্যতম একটি সক্ষম ও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে সকল উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সন্ধ্যায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি সশস্ত্র বাহিনীর প্রিয় সদস্যদের আজকের এই দিনে একটি বিখ্যাত প্রবচণ স্মরণ করিয়ে দিতে চাই-‘হিরোজ লিভ ফরএভার’ বীরেরা সবসময়ই জাতির মানসপটে থাকেন চিরভাস্বর।

খালেদা জিয়া বলেন, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই গৌরবোজ্জল দিনে আমি তাদের এবং তাদের পরিবারের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

তিনি বলেন, দেশের মহান মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সশস্ত্র বাহিনী সাহস, শৌর্য এবং শৃঙ্খলায় প্রতিষ্ঠিত জাতির এক গর্বের প্রতিষ্ঠান। তাদের গৌরবোজ্জল অবদানের কথা জাতি চিরদিন স্মরণ করবে।

তিনি আরো বলেন, জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের ভৌগলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন। বিশ্বশান্তি রক্ষায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ কর্মদক্ষতা ও উঁচুমানের পেশাদারিত্বের পরিচয় দিয়ে দেশের সুনাম ও মর্যাদা বয়ে আনছেন। দেশের সকল প্রাকৃতিক দুর্যোগেও সশস্ত্র বাহিনী অসহায় মানুষের
পাশে দাঁড়িয়ে সংকট মোকাবেলায় অবদান রাখেন।

বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক, গতিশীল ও দক্ষ পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যাপক কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করেছিলেন। সেই থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর এক আধুনিক বাহিনীতে উন্নীত হয়েছে। পরবর্তীতে বিএনপি সরকারে থাকতে সশস্ত্র বাহিনীকে শহীদ জিয়ার গৃহীত পদক্ষেপের ধারাবাহিক বাস্তবায়নে অগ্রগতি সাধিত হয়েছে। আমাদের সময়ের সরকার সশস্ত্র বাহিনীকে আরো আধুনিকায়ন ও শক্তিশালী করে গড়ে তুলতে সচেষ্ট থেকেছে।

এমএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।