আবেদন সত্ত্বেও সাক্ষাতের অনুমতি পাননি মুজাহিদের আইনজীবীরা


প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২০ নভেম্বর ২০১৫

আবেদন করা সত্ত্বেও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে তার আইনজীবীদের সাক্ষাৎ করার অনুমতি দেয়া হয়নি।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর মুজাহিদ জাগো নিউজের কাছে এ অভিযোগ করেন।

তিনি বলেন, আমাদের আইনজীবীরা বাবার (মুজাহিদ) দেখা করার জন্য বৃহস্পতিবার লিখিতভাবে আবেদন করলেও তাদের দেখা করার অনুমতি মেলেনি। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা সেটা আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই তিনি জানাতে চেয়েছিলেন।  

আলী আহমেদ মাবরুর মুজাহিদ আরো বলেন, শনিবার দুপুর ১২টায় সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন কনফারেন্স রুমে এক পারিবারিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে কিছু বক্তব্য তুলে ধরা হবে।

জেইউ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।