সারাদেশে দুদকের ৪ হাজার ১৪৯ সততা স্টোর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

শিক্ষার্থীদের মধ্যে সততার ব্যবহারিক চর্চার বিকাশ ঘটাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১৬ সাল থেকে দেশের বিভিন্ন বিদ্যালয়ে সততা স্টোর গঠনের উদ্যোগ নেয়। ২০১৭ সালে ‘সততা স্টোর’ গঠন সংক্রান্ত নীতিমালা অনুমোদন দেয় দুদক। এরপর শুধু ২০১৯ সালেই সারাদেশে ২ হাজার ১৭৭টি সততা স্টোর স্থাপন করা হয়েছে। সারাদেশের বিভিন্ন বিদ্যালয়ে দুদক বসিয়েছে ৪ হাজার ১৪৯টি সততা স্টোর।

দুদকের বার্ষিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এসব স্টোরের মাঝে ঢাকায় ৫২৬টি, চট্টগ্রামে ৮২২টি, রাজশাহীতে ৪০১টি, খুলনায় ১ হাজার ২২২টি, বরিশালে ২৬৭টি, সিলেটে ২২৩টি, রংপুরে ৫১২টি ও ময়মনসিংহে ১৭৬টি সততা স্টোর বসানো হয়েছে।

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত এসব সততা স্টোরে শিক্ষা উপকরণের পাশাপাশি বিস্কুট, চিপস, চকোলেট ইত্যাদি পাওয়া যায়। প্রতিটি পণ্যের মূল্যতালিকা দেয়া থাকে। বিক্রেতাহীন দোকানে পণ্যমূল্য পরিশোধের জন্য ক্যাশবাক্স থাকে। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় পণ্য কিনে ক্যাশবাক্সে মূল্য পরিশোধ করে।

২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী, এসব স্টোর পরিচালনার ক্ষেত্রে অনৈতিকতার কোনো অভিযোগ আসেনি। কমিশনের উদ্যোগ ছাড়াও কোনো কোনো স্কুল কর্তৃপক্ষ বা অন্য কোনো কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাগণ স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন করছেন।

এসএম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।