রাউজানেই কবর দেয়া হতে পারে সাকাকে


প্রকাশিত: ০৯:২৭ এএম, ২০ নভেম্বর ২০১৫

রাউজানেই কবর দেয়া হতে পারে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে। ফাঁসির রায় কার্যকর হলে তার মরদেহ রাউজানে নিয়ে যাবে তার পরিবার। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করেছেন তার স্ত্রী। দাফনের জন্য কবর প্রস্তুত করতেও বলেছেন তিনি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার ধানমন্ডির বাসা থেকে ফোনে সাকাপত্মী এই অনুরোধ করেন।

সালাউদ্দিন কাদের চৌধুরীর চাচাত ভাই ফেরদৌস চৌধুরী গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এদিকে রাউজানের মুক্তিযোদ্ধা মহল সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ রাউজানে নিতে দেবে না বলে জানিয়েছেন।

জীবন মুছা/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।