আজকের এইদিনে : ২০ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০২:০৮ এএম, ২০ নভেম্বর ২০১৫

সর্বজনীন শিশু দিবস আজ
১৭৫০ খ্রিস্টাব্দের এই দিনে  মহিশুরের টিপু সুলতান জন্মগ্রহণ করেন।

১৮১৫ খ্রিস্টাব্দের এই দিনে  ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়ার মধ্যে ‘দ্বিতীয় প্যারি চুক্তি’ স্বাক্ষরিত হয়।

১৮১৮ খ্রিস্টাব্দের এই দিনে  ভেনেজুয়েলা স্পেনের শাসনের বিরুদ্ধের জন্য স্বাধীনতা ঘোষণা করে।

১৮৩৭ খ্রিস্টাব্দের এই দিনে  ফাউন্টেন পেন বা ঝর্না কলমের আবিষ্কর্তা মার্কিন বিজ্ঞানী লিউনি ওয়াটার ম্যানের জন্ম।

১৮৫৮ খ্রিস্টাব্দের এই দিনে  নোবেলজয়ী [১৯০৯] সুইডিশ লেখিকা সেলমা লাগেরল্যোফের জন্ম।

১৯১০ খ্রিস্টাব্দের এই দিনে  বিশ্বখ্যাত রুশ কথাসাহিত্যিক লিও তলস্তয়ের মৃত্যু।

১৯১৭ খ্রিস্টাব্দের এই দিনে  ইতিহাসকার ও গবেষক দীনেশচন্দ্র সেনের মৃত্যু।

১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে  দক্ষিণ আফ্রিকার নোবেলজয়ী [১৯৯১] সাহিত্যিক নাদিন গার্ডিমারের জন্ম।

১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে  দ্বিতীয় মহাযুদ্ধের সময় হত্যাকাণ্ড চালানোর দায়ে ২৪ জন পদস্থ নাৎসী কর্মকর্তার বিচার জার্মানীর নুরেনবার্গে শুরু হয়।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে  কোরিয়ার যুদ্ধে চীন ও মার্কিন সৈন্যদের মধ্যে প্রথমবার মুখোমুখি সংঘর্ষ হয়।

১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে  ইতালির দার্শনিক সাহিত্যিক বেনেদেত্তো ক্রোচের মৃত্যু।

১৯৫৯ খ্রিস্টাব্দের এই দিনে  জাতিসংঘ শিশু অধিকারের সনদ গ্রহণ করে।

১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে  কবি সুফিয়া কামালের ইন্তেকাল।

২০১০ খ্রিস্টাব্দের এই দিনে  বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার মীর শওকত আলী মৃত্যুবরণ করেন ।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।