ডিগ্রি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য


প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বৃহস্পতিবার দিনাজপুর সরকারি কলেজ ও কেবিএম কলেজের ১ম বর্ষ স্নাতক পাস ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন।

এ দিনে তিনি মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ রচনার উদ্দেশে দিনাজপুর ভ্রমণকালে এ দুটি কলেজে পরীক্ষা কেন্দ্রে যান।

এ সময় তিনি একটি রাজনৈতিক দলের হরতাল আহ্বান সত্ত্বেও শতভাগ পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষার্থী ও পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আমিনুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।