বের হয়ে গেলেন জেল সুপার ও জেলার
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজের রায়ের পূর্ণাঙ্গ কপি তাদের দুজনকে পড়ে শোনানোর পর কারাগার থেকে বের হয়ে গেছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর, জেলার নেসার আলম ও কারা চিকিৎসক ডা. হামিদ।
বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটে একটি গাড়িতে করে কারাগার ত্যাগ করেন তারা। এর আগে রাত পৌনে ১১টার দিকে সাকা-মুজাহিদকে রায়ের কপি পড়ে শোনান তারা। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন চার ডেপুটি জেলার শিরিন আকতার, মোহাম্মদ লাভলু, মাজহারুল ইসলাম ও সর্বোত্তম দেওয়ান।
রাত ১০টা ৩৮ মিনিটে তারা রায় পড়ে শোনানোর জন্য কারাগারের ভেতরে প্রবেশ করেন। প্রথমে সাকা ও পরে মুজাহিদকে রায় পড়ে শোনানো হয়।
এআর/বিএ