রায় কার্যকর করতে সরকার বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

সরকার শত বাধা-বিপত্তি উপেক্ষা করেও যুদ্ধাপরাধীদের বিচার ও সাজার রায় কার্যকর করতে বদ্ধপরিকর। আর সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বৃহস্পতিবার মাগুরা সার্কিট হাউস সভাকক্ষে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব জানান তিনি।

ধর্মমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের উন্নয়ন কাজ ও যুদ্ধাপরাধীদের বিচার এবং রায় কার্যকর বাধাগ্রস্ত করতে নাশকতার আশ্রয় নিচ্ছে। তারা রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতিসাধন করতে মেতে উঠেছে। তাদের প্রতিরোধ করতে হবে। এ সময় তিনি সরকারের উন্নয়ন তৎপরতায় সবার সহযোগিতা কামনা করেন।

মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির সভাপতিত্বে মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরাফাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।