এখনো সক্রিয় পাকিস্তানের প্রেতাত্মারা : আমু


প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৯ নভেম্বর ২০১৫

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পাকিস্তানের প্রেতাত্মারা এখনো সক্রিয় রয়েছে। যারা এ দেশ চায়নি, তারা আন্দোলনের নামে কথায় কথায় হরতাল ডেকে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন এই অপশক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।

বৃহস্পতিবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা চলছে তখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। এক সময় সার চাইতে গিয়ে মানুষের প্রাণ দিতে হয়েছে। আর এখন মানুষের ঘরে ঘরে সার পৌঁছে দিয়েছে সরকার।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ।

শুভ্র মেহেদী/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।