মারেকে হারিয়ে শেষ চারে নাদাল


প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৯ নভেম্বর ২০১৫

অ্যান্ডি মারেকে উড়িয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শেষ চারে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল। বুধবার রাতে লন্ডনের ওটু অ্যারেনায় গ্রুপ পর্বের ম্যাচে ব্রিটেনের মারেকে ৬-৪, ৬-১ গেমে হারান নাদাল।

সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা ৭-৫, ৬-২ স্পেনের ডেভিড ফেরারের বিপক্ষে জয় পান। আর এই ম্যাচ জেতায় এক ম্যাচ হাতে রেখেই বছর শেষে এই আসরের সেরা চারে জায়গা নিশ্চিত হয় নাদালের।

নাদাল এ বছর কোনো গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। ২০০৪ সালের পর এই প্রথম গ্র্যান্ড স্ল্যামহীন বছর কাটাতে হয়েছে নাদালকে।
আগামীকাল শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবেন ভাভরিঙ্কা ও মারে।

জেডএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।