চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান


প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৯ নভেম্বর ২০১৫

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জাটকা ধরা বন্ধে বুধবার রাতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। জাটকা নিধনে পুলিশের একটি দল নিয়ে পদ্মা নদীতে বিভিন্ন জেলে নৌকায় উক্ত মোবাইলকোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা সিদ্দিকা।

এসময় জেলেদের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায়, ১১ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারায় চার জেলে চর সালেপুর গ্রামের মো. রুবেল (২৫) দুই হাজার টাকা, আব্দুল কাদের (২৭) পাঁচ শত টাকা, চর কল্যাণপুরের মো. বিল্লাল হোসেন (২৪) দুই হাজার টাকা ও মৃধাডাঙ্গীর সামসুল ব্যাপারী (৪০) এর কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করে মোবাইল কোর্ট। রাতেই জব্দকৃত কারেন্ট জাল উপজেলার গোপালপুর ঘাটে এনে পোড়ানো হয় এবং জাটকা মাছ স্থানীয় বাহারুল উলম মাদ্রাসায় বিতরণ করা হয়।

এস.এম. তরুন/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।