টিকা নিলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। বুধবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাজির হয়ে টিকা নেন তিনি।
এ সময় তার নাছিমা বেগমের সাবেক সিনিয়র সচিব ফয়জুর রহমান চৌধুরীও টিকা গ্রহণ করেন। এছাড়া কমিশন সচিব নারায়ণ চন্দ্র সরকার সরকারি কর্মচারী হাসপাতাল কেন্দ্রে উপস্থিত হয়ে করোনার টিকা নেন।
টিকা নেয়ার পর নাছিমা বেগম বলেন, প্রধানমন্ত্রীর সুদুরপ্রসারী চিন্তা ও দক্ষ কূটনৈতিক যোগাযোগের ফলে আমাদের দেশে করোনাভাইরাসের টিকা সহজলভ্য হয়েছে। সরকারের সময়োপযোগী ও জোরালো পদক্ষেপের ফলে দেশের মানুষ টিকা পাচ্ছে বলে অভিমত ব্যক্ত করে সরকারি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এ সময় সরকার প্রদত্ত স্বাস্থ্যসেবা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণে সবাইকে আহ্বান জানান জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
এসএম/এমএসএইচ/জিকেএস