‘বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

আমেরিকার আগে বাংলাদেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ চালু হয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসও থিংকস থ্রি মান্থস লেটার। অর্থাৎ বাংলাদেশ যা আজ চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর।’

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসােসিয়েশনের (বিপিএমসিএ) উদ্যোগে ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম : বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলােচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেয়ার সময় ১৫টি অর্ডারে সাইন করেছেন। সেখানে একটা ছিল; নো মাস্ক, নো গভর্মেন্ট সার্ভিস। সেটা আমরা অনেক আগে থেকেই চালু করেছি।’

jagonews24

মন্ত্রী আরও বলেন, ‘বেসরকারি খাত এখন ভ্যাকসিন সেবা দিতে চায়, এটা অনেক আনন্দের খবর। প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বেসরকারি খাতে ভ্যাকসিন দেয়ার কথা বিবেচনা করবো।’

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মাে. এনামুর রহমান বলেন, ‘সরকারি খাতের পাশাপাশি যদি বেসরকারি খাতকে টিকা কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে দ্রুতই দেশের মানুষকে টিকার আওতায় আনতে পারবো।’

সভায় বিপিএমসিএ সভাপতি এম এ মুবিন বেসরকারি খাতকে ১০ লাখ ডোজ টিকা দেয়ার দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

এসএম/ইএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।