বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন সিংলা


প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৯ নভেম্বর ২০১৫

বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার পংকজ শরণের স্থলাভিষিক্ত  হলেন হর্ষ বর্ধন সিংলা। বুধবার ভারত সরকার আনুষ্ঠানিকভাবে হর্ষ বর্ধন সিংলাকে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ ঘোষণা করেছেন।

হর্ষ বর্ধন সিংলা বর্তমানে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। ডিসেম্বরে পংকজ শরণ ঢাকা ছেড়ে যাবেন, তারপরই নতুন হাইকমিশনার হিসেবে যোগ দেবেন হর্ষ।

ভারতের ফরেন সার্ভিসের একজন মেধাবী কর্মকর্তা তিনি। দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে হর্ষ বর্ধন সিংলার খুব ভালো অভিজ্ঞতা রয়েছে। ইতিপূর্বে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, পংকজ শরণ মস্কোতে ভারতের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।