সাকা-মুজাহিদের ফাঁসির রায়ে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সন্তোষ প্রকাশ
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরের অন্যতম শীর্ষ যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধী বিএনপি নেতা সাকা চৌধুরী ও আলবদর বাহিনীর প্রধান মুজাহিদের ফাঁসির আদেশ পুনর্বিবেচনার আবেদন অগ্রায্য করে সুপ্রিম কোর্টের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের সন্তুষ্টি প্রকাশ। খবর বাপসনিউজ
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিরা সন্তোষ প্রকাশ করে বলেন, সুপ্রিম কোর্টের প্রদেয় এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে, জাতির আশা-আকাঙ্খার ও মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটেছে, মুক্তিযুদ্ধের লাখো শহীদের ঋণ ভারমুক্ত হলো ও জাতি আইনের শাসন প্রতিষ্ঠায় জাতি আরো একধাপ এগিয়ে গেলো। আইনের শাসন নিশ্চিত করতে এ রায় মাইলফলক হয়ে থাকবে।
রায়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি অবিলম্বে এ রায় কার্যকর করা, অন্য যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করা এবং সব যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতি প্রদানকারীরা হলেন, জেনোসাইড’৭১ ফাউন্ডেশন সভাপতি ও মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, আওয়ামী লীগ নেতা হাজী শফিকুল আলম, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ, মুক্তিযোদ্ধা গোলাম মিরাজ খান মিরাজ, মুক্তিযোদ্ধা কমা. নূরুন নবী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক ডা. আ. বাতেন, মুক্তিযোদ্ধা কামরুল হাসান চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন ও সাধারণ সম্পাদক শামসুউদ্দিন আহমেদ শামীম এবং জাতীয় জাতীয় শ্রমিক লীগ যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক আনোয়ার হোসেন ও সদস্যসচিব ওয়াহিদ কাজী এলিন প্রমুখ সহ আরো অনেকে।
বিএ