ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া উৎসব-২০১৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হানিফ ভূইয়া, মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক সারোয়ার হোসেন, ডিআরইউ ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী ও ক্রীড়া উৎসবের সদস্যসচিব শফিকুল ইসলাম শামীম, সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম ও মহিউদ্দিন পলাশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি নসরুল হামিদ বলেন, ডিআরইউ ক্রীড়া বেশ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পেশাগত ব্যস্ততার মধ্যেও রিপোর্টাররা এসব খেলায় অংশ নিয়ে থাকেন, যা সত্যি প্রশংসনীয়।

"
ভবিষ্যতে ডিআরইউ ক্রীড়া উৎসব আরো বড় পরিসরে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি ডিআরইউ এ সব কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাসও দেন।

এবারের ক্রীড়া উৎসবে পুরুষ ও মহিলাসহ মোট নয়টি ইভেন্টে প্রায় চারশতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন।

আরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।