দেশের সব মহাসড়ক এখন ইউরোপের মতো উন্নত : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘দেশের প্রতিটি মহাসড়ক এখন ইউরোপের দেশগুলোর মতো উন্নত।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক যুগে অকল্পনীয় উন্নয়ন হয়েছে। দক্ষিণবঙ্গের সঙ্গে সংযোগ স্থাপনকারী স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব। দেশের প্রতিটি মহাসড়ক ইউরোপের মতো উন্নত। মেট্রোরেল ও কর্ণফুলী টানেলসহ বিভিন্ন মেগা প্রকল্প দেখে স্বাধীনতাবিরোধীদের মাথা নষ্ট হয়ে গেছে।’
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি আয়োজিত ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশ দীর্ঘ ২১ বছর সামরিক শাসনের যাতাকলে ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে সরকার গঠনের পর ১৯৯৬ থেকে ২০০১ সাল ছিল বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে এসেছিলেন। বিশ্বে যখন মন্দা চলছিল তখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতির চাকা সচল ছিল। দ্রব্যমূল্য স্বাভাবিক ছিল।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। দেশের কৃষিখাতে বিপ্লব হয়েছে, উত্তরববঙ্গ থেকে মঙ্গা দূর হয়েছে। ভাটি অঞ্চলের অভাব দূর হয়েছে এবং দেশে ভিক্ষাবৃত্তির হার কমেছে।’
বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সরকার প্রতিটি গ্রামে শহরের মতো বিদ্যুৎ, যোগাযোগ অবকাঠামো, শিক্ষার মান নিশ্চিতে সরকার কাজ করছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ফলে দুর্যোগের মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে।’
বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি খালেদ এম এইচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ।
আইএইচআর/এএএইচ/এএসএম