ছাড়পত্র পেয়েছেন সাত শ্রীলঙ্কান ক্রিকেটার


প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন্য সাত ক্রিকেটারকে ছাড়তে রাজি হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কর্মকর্তারা। তারা হলেন- তিলকরত্নে দিলশান, জিবন মেন্ডিস, অজান্তা মেন্ডিস, চামারা কাপুগেদারা, তিশারা পেরেরা, সচিত্র সেনানায়েকে এবং সিকুগে প্রসান্না। খবর ক্রিকইনফোর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং শ্রীলঙ্কার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট এক সপ্তাহ পিছিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে এসএলসি। এছাড়া এই ক্রিকেটাদের সঙ্গে সংশ্লিষ্ট শ্রীলঙ্কান ক্লাবগুলোও তাদের ছাড়তে রাজি হয়েছে।

এই সংবাদ স্বস্তি দিচ্ছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে। যদিও এলএসসি’র সঙ্গে চুক্তিবদ্ধ আরো ৯ তারকা ক্রিকেটারকে পাওয়া যাচ্ছে না।

এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।