গৌরনদীতে ভূমি অফিস ও মুক্তিযোদ্ধা সংসদে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৮ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার স্টেশনের ইনচার্জ অধীর কুমার জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে উপজেলার বাটাজোর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে গৌরনদী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ভস্মীভূত ও ভূমি অফিসের আংশিক কাগজপত্র পুড়ে গেছে।

গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জাগো নিউজকে জানান, ইউনিয়ন পরিষদের পুরনো কার্যালয়ে ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের দাফতরিক কাজ চলছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সাইফ আমীন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।