চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৫

জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। এতে মুক্তিযোদ্ধা, সংস্কৃতি সংগঠক, কবি-সাহিত্যিক, সর্বস্তরের পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন।

বুধবার রিভিউ আবেদনের শুনানি ও রায়কে ঘিরে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে সকাল থেকেই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা জড়ো হতে থাকেন। বেলা বাড়ার পর রায়ের খবর ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে বাড়তে থাকে ভিড়ও।

মিছিলে অংশ নেন সাকার মামলার অন্যতম সাক্ষী নুরুল আবছার, গেরিলা বাহিনী মুক্তিযুদ্ধ সমন্বয় পরিষদের চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তপন দস্তিদার, গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, সদস্যসচিব ডা. চন্দন দাশ, সংগঠক সুনীল ধর ও রাশেদ হাসান।

আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা বিজয়ের মাসেই সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান।

আনন্দ মিছিলটি চেরাগি পাহাড় থেকে শুরু হয়ে মোমিন রোড, আন্দরকিল্লাসহ কয়েকটি প্রধান সড়ক পদক্ষিণ করে।

জীবন মুছা/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।