বাধ্য হয়েই বার্সা ছাড়বেন নেইমার


প্রকাশিত: ১০:০২ এএম, ১৮ নভেম্বর ২০১৫

স্পেনে কর ফাঁকির অভিযোগ নিয়ে এক প্রকার বিরক্ত নেইমার ও তার পরিবার। এবার ব্রাজিলিয়ান এই অধিনায়কের বাবা মনে করছেন, কর ফাঁকির ঝামেলা থেকে মুক্তি পেতে  বাধ্য হয়েই বর্তমান ক্লাব  বার্সা ছাড়তে পারেন নেইমার।

নেইমারের বাবা এক সাক্ষাতকারে বলেন, আমরা তার চুক্তি নবায়ন নিয়ে কথা বলছি। তবে এর আগে আমাদের কিছু জিনিসের সমাধান হওয়া দরকার। কেননা আমরা স্পেন ও ব্রাজিলে বিভিন্ন আক্রমনের শিকার হচ্ছি। নেইমার একজন তারকা এবং নিজের ভাবমূর্তি ধরে রেখে তার এখানে এবং ব্রাজিলে খেলা দরকার।
 
চলতি মৌসুমের শুরুতে নেইমারকে দলে চেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এ প্রসঙ্গে নেইমারের বাবা বলেন, আমরা এ ব্যাপারটি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছি। আমরা  দুই, তিন, চার, পাঁচ  কিংবা দশ বছর স্পেনে থাকতে চাই না। আমাদের ধরণা ভুল ছিল এমন মন্তব্য পরবর্তীতে শুনতে চাই না। এখন এসব ব্যাপার নিয়ে আমাদের কথা বলা উচিত।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।