সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৮ নভেম্বর ২০১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এ দিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তা সামান্য বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৬ পয়েন্টে অবস্থান করছে। তবে শরিয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৮১ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৭০৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৫ কোটি টাকা কম। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০২ কোটি টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টির দর বেড়েছে, কমেছে ১৩৭টির আর অপরিবর্তিত আছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৫০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৩৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসআই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ৯৫৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০২টির আর অপরিবর্তিত আছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৩ কোটি ৯৪ লাখ টাকা।

এসআই/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।