বিএনপি-জামায়াতের লবিস্টরা ব্যর্থ : কামরুল
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে বিদেশি লবিস্টরাও রক্ষা করতে পারছে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই দুই আসামির ফাঁসি কার্যকর করা সময়ের ব্যাপার মাত্র বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার দণ্ডপ্রাপ্ত এই দুই আসামির রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পরিপ্রেক্ষিতে জাগো নিউজের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে বিএনপি-জামায়াত কোটি কোটি টাকা ব্যয় করে বিদেশি লবিস্ট নিয়োগ করেছে। তারা বিচারকে প্রশ্নবিদ্ধ করতে শত চেষ্টা করে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর দৃঢ়তার কাছে লবিস্টরা ব্যর্থ হয়েছে। আগামীতেও এই লবিস্টরা ব্যর্থ হবে।
রায় কার্যকর করা সময়ের ব্যাপার মাত্র উল্লেখ করে কামরুল বলেন, আমরা যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করতে বদ্ধপরিকর। এই বিচার করা মহাজোট সরকারের অঙ্গীকার। আমরা জাতির অভিশাপমুক্ত করতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছি। অভিযুক্ত অন্যদের বিচারও দ্রুত সম্পন্ন হবে বলে জানান আওয়ামী লীগের এই নেতা।
এএসএস/জেডএইচ/আরআইপি