ছয় ধরনের কর্মক্ষেত্রকে শিশুশ্রম মুক্ত ঘোষণা
ট্যানারি, গ্লাস, সিরামিক, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, রফতানিমুখী চামড়াজাত শিল্প ও পাদুকা এবং রেশম এ ৬টি সেক্টরকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ওই ছয়টি শিল্প সেক্টরে কোনো শিশুশ্রম নেই বলে মালিকপক্ষের অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়। সংশ্লিষ্ট সেক্টরের অ্যাসোসিয়েশন থেকে প্রত্যয়ন পাওয়ার পর জাতীয় মনিটরিং কোর কমিটি গত বছরের নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে বিভিন্ন এলাকার কারখানা পরিদর্শন করে ৬টি প্রতিবেদন দেয় মন্ত্রণালয়ে। এর পরিপ্রেক্ষিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জাতীয় মনিটরিং কোর কমিটি, মালিক-শ্রমিক প্রতিনিধি সবাই মিলে সেক্টরগুলোকে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম মুক্ত ঘোষণার সিদ্ধান্ত নেন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ শিশুশ্রম মুক্ত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, সিরামিক সেক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, রফতানিমুখী চামড়াজাত শিল্পের নির্বাহী পরিচালক কাজী রওশন আরা, আইএলও প্রতিনিধি সৈয়দ মুনিরা সুলতানা এবং শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো. আলাউদ্দিন মিয়া বক্তৃতা করেন।
আইএইচআর/এসএস/জিকেএস