কেন্দ্রীয় কারাগারে সাকা


প্রকাশিত: ০৮:৪৬ এএম, ১৮ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

১৫ নভেম্বর রোববার কড়া নিরাপত্তায় ও গোপনীয়তা রক্ষা করে তাকে নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম আল ফয়সালী।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের (পার্ট-১) সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জাগো নিউজকে জানান, কারা অধিদফতরের আদেশ পাওয়ার পর ১৫ নভেম্বর বিকেলে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।

বুধবার সাকার করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার ফাঁসি কার্যকরে আইনগত কোন বাধা থাকলো না। আইনজীবীদের যোগাযোগের সহায়তার কারণেই তাকে ঢাকায় আনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে আরেক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আগেই থেকে কেন্দ্রীয় কারাগারে আছেন।

এআর/জেইউ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।