বিচারহীনতার সংস্কৃতি দূর হচ্ছে : অধ্যাপক আনোয়ার


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১৮ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন।

বুধবার দণ্ডপ্রাপ্ত এই দুই আসামির রিভিউ আবেদন খারিজ করে দেয়ার প্রেক্ষিতে জাগো নিউজের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক আনোয়ার বলেন, শুরু থেকেই এই দুই আসামির বিচার নিয়ে নানা সংশয় ছিল। বিচার হবে কি হবে না, তা নিয়ে নানা গুঞ্জন ছিল। বিশেষ করে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী নানা নাটকের জন্ম দিয়ে এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিলেন। বিজ্ঞ আদালত সকল প্রতিকূলতা মোকাবেলা করেই সর্বোচ্চ সাজা বহাল রেখেছেন। এ রায়ে গোটা জাতি আনন্দিত।

তিনি বলেন, নানা কারণেই এই দুই অপরাধী জামায়াতে ইসলামী এবং বিএনপিতে গুরুত্বপূর্ণ। তাদের মৃত্যুদণ্ড বহাল রাখায় দেশে বিচার বিভাগে নতুন দৃষ্টান্ত স্থাপন হলো, যা বিশ্ববাসীর কাছেও বিশেষ আবেদন রাখে। এই রায়ের মধ্য দিয়ে বিচারহীনতার সংস্কৃতি থেকে আদালত মুক্তি পাবে বলে জানান এই শিক্ষক নেতা।

এএসএস/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।