মাদক উদ্ধারে গিয়ে মিলল বন্দুক-তলোয়ার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদক উদ্ধারে গিয়ে একটি ওয়ান শুটারগানসহ দুটি অস্ত্র ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব-৭।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বটতলী নুরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

jagonews24

এ সময় চারজনকে আটক করা হয়। তারা হলেন- তাজমহল বেগম (৩৩), আব্দুল খালেক (৫০), আবুল হাসেম (৪৫) ও মো. ইসমাইল (৪০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে- একটি ওয়ান শুটারগান, একটি থ্রি কোয়ার্টার গান, দুটি চাপাতি, দুটি ছুরি, একটি তলোয়ার, একটি কিরিচ এবং ৮৫ লিটার চোলাই মদ।

jagonews24

এ বিষয়ে র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার জাগো নিউজকে বলেন, আনোয়ারা থানাধীন বটতলী নুরপাড়া এলাকার জামালের ঘরে কিছু লোক মাদকদ্রব্য বেচা-কেনার জন্য অবস্থান করছে। গোপন সূত্রে এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল সকালে সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু র‌্যাব সদস্যরা তাদের ধরে ফেলেন। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী খাটের নিচে লুকানো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

jagonews24

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনা-বেচার পাশাপাশি নিজেরাও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে আসছিল।

উদ্ধার অস্ত্র ও মাদকসহ তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

আবু আজাদ/এসএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।