মানবজমিন প্রধান সম্পাদককে হুমকি


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ১৮ নভেম্বর ২০১৫

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ চার সাংবাদিককে হুমকি দিয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ১ নভেম্বর আলাদা খামে হুমকি দিয়ে চারটি চিরকুট পাঠানো হয়। তবে কর্তৃপক্ষ এতদিন বিষয়টি প্রকাশ করেনি। মঙ্গলবার রাতে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরির পর বিষয়টি ফাঁস হয়।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ঠিকানাবিহীন ওই চিরকুটে জেএমবির নাম ব্যবহার করে বলা হয়েছে, আমাদের শূরা ও সামরিক শাখা মনে করছে, জেএমবি নিয়ে আপনাদের মিডিয়ায় অতিরঞ্জিত লেখালেখি হচ্ছে। যার পরিণতি ভয়াবহ।

তিনি আরো বলেন, ১ নভেম্বর মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বার্তা সম্পাদক কাজল ঘোষ, প্রধান প্রতিবেদক লুৎফর রহমান ও মফস্বল বিভাগের প্রধান নিয়াজ মাহমুদের নামে আলাদা চারটি খামে এ চিঠিগুলো পাঠানো হয়। প্রতিটি খামের ওপরে লেখা রয়েছে সতর্ক বার্তা।

মঙ্গলবার রাতে তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (মানবসম্পদ) আনিসুর রহমান। নম্বর-১০৬। মানবজমিন অফিসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে বলে জানান তিনি।

জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।