তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে অগ্রিম ২৭ লাখ টাকা চায় স্বাস্থ্য বিভাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে বাজেটে বরাদ্দ হওয়া অর্থ থেকে অগ্রিম ২৭ লাখ ৮২ হাজার টাকা উত্তোলন করতে অর্থ বিভাগে চিঠি দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সম্প্রতি অর্থ বিভাগের সচিবকে পাঠানো স্বাস্থ্য বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে বিভিন্ন খাতে ব্যয়ের কথা উল্লেখ করে এ অগ্রিম টাকা চাওয়া হয়।

চিঠিতে ২০২০-২১ অর্থ বছরের বাজেটে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমে বরাদ্দ হওয়া ২১ কোটি টাকার অব্যয়িত অর্থ থেকে সেমিনার-কনফারেন্স ব্যয়, প্রচার ও বিজ্ঞাপন এবং আপ্যায়ন খাতে ব্যয় নির্বাহের জন্য ২৭ লাখ ৮২ হাজার ৫৩৭ টাকা অগ্রিম উত্তোলনের সম্মতি প্রদানের জন্য অনুরোধ করা হয়।

এর মধ্যে সেমিনার-কনফারেন্সের ব্যয় ৯ লাখ ৬০ হাজার টাকা, প্রচার ও বিজ্ঞাপনের জন্য ১০ লাখ ১৫ হাজার ১৩৭ টাকা এবং আপ্যায়ন ব্যয় হিসাবে ৮ লাখ ০৭ হাজার ৪শ’ টাকা অগ্রিম উত্তোলনের সম্মতি চাওয়া হয়েছে।

অর্থ বিভাগের সম্মতি পেলে অগ্রিম উত্তোলনের জিও জারি করা হবে বলেও জানানো হয়।

আইএইচআর/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।