আজকের এইদিনে : ১৮ নভেম্বর ২০১৫
১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়।
১৮৮৬ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি চেস্টার এ. আর্থার মৃত্যুবরণ করেন।
১৮৮৭ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসী পদার্থবিজ্ঞানী ও চিত্রশিল্পী লুই দ্যাগাইর জন্ম গ্রহণ করেন।
১৮৯৮ খ্রিস্টাব্দের এই দিনে প্রাচ্যবিদ্যা বিশারদ প্রবোধচন্দ্র বাগচীর জন্ম।
১৯০৩ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা প্রজাতন্ত্রের মধ্যে পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১৮ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত রাশিয়া থেকে বের হয়ে লাটভিয়া স্বাধীনতা ঘোষণা করে।
১৯২২ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসী ঔপন্যাসিক মার্সেল প্রুস্ত মারা যান।
১৯২৬ খ্রিস্টাব্দের এই দিনে জর্জ বার্নার্ড শ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।
১৯৩৬ খ্রিস্টাব্দের এই দিনে কবি জিয়া হায়দার জন্মগ্রহণ করেন।
১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী জার্মান রসায়নবিদ হেরমান নের্নস্টের মৃত্যুবরণ করেন।
১৯৫৬ খ্রিস্টাব্দের এই দিনে মরোক্কো স্বাধীনতা অর্জন করে।
১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি দক্ষিণ ভিয়েতনামে ১৮ হাজার সেনা পরিদর্শক পাঠান।
১৯৬২ খ্রিস্টাব্দের এই দিনে কোয়ান্টাম থিওরির উদ্ভাবক বিজ্ঞানী নেইলস বোর মৃত্যুবরণ করেন।
১৯৬৩ খ্রিস্টাব্দের এই দিনে কর্নেল আবদুস সালাম আরেফ ইরাকের ক্ষমতা গ্রহণ করেন।
১৯৮১ খ্রিস্টাব্দের এই দিনে শিল্পী আনোয়ারুল হকের ইন্তেকাল।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে চেকোসস্নাভ কমিউনিস্ট নেতা গুস্তাফ হুসাকের মৃত্যু।
১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে তুরস্কের ইস্তাম্বুলে ৫৪ জাতি ইউরোপীয় নিরাপত্তা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এইচআর/জেডএইচ/এমএস