দুদকের কাছে সময় চাইলেন এনআরবি ব্যাংকের তিন পরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১

জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে সময় চেয়েছেন এনআরবি ব্যাংকের তিন পরিচালক ও এক শেয়ার হোল্ডার।

সোমবার (১ ফেব্রুয়ারি) তাদের জিজ্ঞাসাবাদের কথা থাকলেও সময় চেয়ে আবেদন করেন তারা। তবে তা কতদিন পেছাতে আবেদন করা হয়েছে তা জানা যায়নি। দুদক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে অবৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে বিভিন্ন ব্যাংকের বিপুল অংকের শেয়ার ক্রয় ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশও পাঠানো হয়।

নোটিশে এরআরবি ব্যাংকের পরিচালক নাফিহ রশিদ খান, নাভিদ রশিদ খান, তাদের বাবা ব্যাংকটির শেয়ার হোল্ডার আমিনুর রশিদ খান ও পরিচালক ইদ্রিস ফরায়জীকে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল।

এর আগে অভিযুক্তদের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছের চিঠি দেয় দুদক।

এসএম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।