বাণী-বচন : ১৮ নভেম্বর ২০১৫


প্রকাশিত: ০১:৫৫ এএম, ১৮ নভেম্বর ২০১৫

অভ্যাস
অভ্যাস উৎকৃষ্ট মনিবের মতো হয়ে থাকে। – ইমনোস

সুন্দর অভ্যাসগুলিই মানুষকে ভদ্র করে তোলে। – জোসেফ সুলিভান

অভ্যাসই মনুষ্য স্বভাবের নিগূঢ়তম আইন। - কারলাইল

অভ্যাসই অভ্যাসকে অতিক্রম করতে পারে। – আইজাক উইলিয়ামস

অভ্যাসকে জয় করাই পরম বিজয়। – হযরত আলী (রা.)

বচন
বাপ বেটাই চাই
তদ অভাবে ছোট ভাই ।
অর্থ : যে কৃষক পরের সাহায্যে চাষ করে তার আশা বৃথা । বাপ-ছেলে কাজ করলে সবচেয়ে ভাল ফসল ফলানো যায় তা না হলে সহোদর ভাইকে নিলেও ঠিকমত কাজ করবে । অন্যরা ফাঁকি দেওয়ার চেষ্টা করবে ।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।