ফুটপাতে বসার দাবিতে রাজধানীতে হকারদের সমাবেশ
নয়াপল্টন চায়না টাউন মার্কেটের সামনের ফুটপাতের হকারদের হুমকি ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়নের ব্যানারে এ সমাবেশ হয়।
সমাবেশের প্রধান অতিথি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, যে রাষ্ট্রে বেকার আছে সেখানেই হকার আছে। এ দেশে চোরদের সম্মান আছে অথচ হকারদের সম্মান নেই। এই হকাররা নিজেরা কাজ যোগাড় করে বেঁচে থাকার চেষ্টা করছে। কিন্তু উচ্ছেদের নামে তাদের পেটে লাথি মারা হচ্ছে। এর পরিণতি ভালো হবে না।
সমাবেশে হকার্স নেতৃবৃন্দ বলেন, ৭২ ঘণ্টার মধ্যে আমাদেরকে চায়না মার্কেটের সামনে বসতে দিতে হবে। একইসঙ্গে চায়না টাওয়ারে যেসব দালাল সন্ত্রাসীরা নেতৃত্বে রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। তা নাহলে আমরা হকাররা পল্টন থানার সামনে অনশন কর্মসূচি দিতে বাধ্য হব।
সমাবেশ থেকে পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয়। তা নাহলে উপযুক্ত ক্ষতিপূরণ হিসেবে হকার প্রতি ১০ লাখ টাকা দিতে হবে। এসব দাবি মানা না হলে শ্রমিকদের সংগঠিত করে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন- হকার্স ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক আনিসুর রহমান পাটোয়ারী ও হকার্স ইউনিয়নের নেত্রী শাহিনা আক্তারসহ প্রমুখ।
এওয়াইএইচ/এসজে/জেআইএম