ইয়াবা উদ্ধার : দুই ট্রাকে সাড়ে পঁচিশ, ডেরায় আরও দশ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ও আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ৩৬ হাজার ১১৫ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় সাতজন মাদক ব্যবসায়ীসহ দুটি ট্রাক জব্দ করা হয়।

সোমবার (০১ ফেব্রুয়ারি) ভোরে পটিয়ার শান্তিরহাট ও আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়।

jagonews24

আটক মাদক ব্যবসায়ীরা হলেন- মো. সিরাজ (৩৮), ওমর ফারুক (২১), গফুর আলম (২৬), আমজাদ হোসেন (৪২), জিয়াবুল হক (৪২), মুহাম্মদ ইউনুচ (৪৫), মো. ইছহাক (৪৩)।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জাগো নিউজকে জানান, র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দুটি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসা হচ্ছে। সংবাদের ভিত্তিতে মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব সদস্যরা। ভোরের দিকে চেকপোস্টের দিকে আসা দুইটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাক দুটি থামানোর সংকেত দেয়। এ সময় ট্রাক থামিয়ে পাঁচ ব্যক্তি সুকৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে।

পরে জিজ্ঞাসাবাদে আসামিরা ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করে। এ সময় একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২২-২৪৫৯) ড্রাইভিং সিটের পিছনে বিশেষ কায়দায় লুকানো ১৭ হাজার ৬৮০ পিস ইয়াবা ও অপর ট্রাকের (চট্ট মেট্রো-ন-১১-৫৬৪৪) টুলবক্সের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ৭ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

jagonews24

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার আরও বলেন, পৃথক একটি অভিযানে আনোয়ারা থানার চুন্নাপাড়া (দইলার বাড়ি) এলাকার একটি বাড়ি থেকে ১০ হাজার ৬৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বাড়িটিতে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এ সময় দুইজনকে আটক করা হয়। তাদের দেখানো তথ্যমতে ঘরের আলমিরার ড্রয়ারের ভেতর লুকানো ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় আটক আসামি ও উদ্ধার ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার পটিয়া ও আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

আবু আজাদ/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।