সাকার রিভিউ শুনানি আজকের তালিকায়


প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন (সাকা) কাদের চৌধুরীর আপিলের চূড়ান্ত রায়ের রিভিউ পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য আজকের (বুধবার) তালিকায় রয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিভিউ পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য কার্যতালিকায় (কজলিস্টে) তিন নম্বরে রয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগে সাকার মামালার শুনানি হবে। বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত ২৯ জুলাই ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে গত ৩০ সেপ্টেম্বর সালাউদ্দিন চৌধুরীর রায় প্রকাশ করেন আপিল বিভাগ।

পরদিন বিকেল ৩টার দিকে রায়ের অনুলিপি কারাগারে পাঠানো হয়। ৬৬ বছর বয়সী সালাউদ্দিন কাদের বর্তমানে আছেন কাশিমপুর কারাগারে। পরোয়ানা হাতে পাওয়ার পর কারা কর্মকর্তারা তা পড়ে শোনান। সাকা চৌধুরীর দুইশ’ ১৭ পৃষ্ঠার। যা সুপ্রিম কোর্টের ওয়েব সাইটেও রয়েছে।

২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল সাকার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের এক মামলায় সাকা চৌধুরীকে ২০১০ সালের ১৫ ডিসেম্বর রাতে গ্রেফতার করা হয়।

তদন্তের স্বার্থে এক আবেদনের প্রেক্ষিতে ওই বছরের ১৯ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।