জয়পুরহাট ভেটেরিনারি অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিনন্দন


প্রকাশিত: ০৫:৫১ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

বাংলাদেশ ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটিতে দুইজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে জয়পুরহাট ভেটেরিনারি অফিসার্স অ্যাসোসিয়েশন (আহজ)। মঙ্গলবার রাতে ঢাকায় এই কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দু`জন হলেন জয়পুরহাট ভেটেরিনারি অফিসার্স অ্যাসোসিয়েশনের (আহজ) সভাপতি ও আল মদিনা ফার্মাসিউটিক্যালের রিপ্রেজেন্টেটিভ রহমতুল্লাহ খান ও জয়পুরহাট ভেটেরিনারি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দেজারত এনিমেল কেয়ার লিমিটেডের রিপ্রেজেন্টেটিভ আবিদ আজাদ শিষ।

ভেটেরিনারি রিপ্রেজেন্টেটিভদের কার্যক্রমকে আরো গতিশীল এবং তাদের বিভিন্ন রকম দাবি-দাওয়াকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলার ৩৫১ জন রিপ্রেজেন্টেটিভকে নিয়ে এই কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

রাশেদুজ্জামান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।