ডিজিটাল যু‌গে পুরনো আইন চলে না : প্রধান বিচারপতি


প্রকাশিত: ০৫:০৩ পিএম, ১৭ নভেম্বর ২০১৫

ডিজিটালাইজেশনের এই যুগে পুরাতন আইন চলবে না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। নতুন আইন প্রবর্তনের কথা বলে প্রধান বিচারপতি ব‌লেন, ডিজিটাল যুগে পুরাতন আইন বাদ দি‌য়ে জামানায় নতুন আইন করতে হবে। সোমবার রাত ৯টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘রাজস্ব মামলার ব্যবস্থাপনা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) কার্যকারিতা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আমাদের আইন যেটা আছে সেটা শুধু ১৯৬৯ না তারও আগের আইন ১৮৭২ খৃস্টাব্দ থেকে নেয়া। এই আইন দিয়েই আমাদের বর্তমান বিচার ব্যবস্থা চলছে। এখনো এসব মরিচা ধরা আইনগুলোকে ঘষামাজা করে কোনো মতে চালাই। এমনভাবে ঘষামাজা করি, এর কোনো মৌলিকত্বও নেই এখন।

এসকে সিনহা বলেন, আমাদের যেগুলো প্রসিডিউর, সেগুলো ৬০ থেকে ৭০ ভাগ এখন অপ্রচলিত। এখন এই একবিংশ শতাব্দীতে যখন আমরা ডিজিটিলাইজেশনের কথা বলি, ডিজিলাইজেশনের জামানায় এসব পুরাতন আইন দিয়ে চলে না। এই পুরাতন সবগুলা স্টপ করতে হবে। বর্তমান ডিজিটালাইজেশনের জামানায় নতুন আইন করতে হবে।

তিনি আইন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই ব্যাপারে আমাদের আইনকমিশন আছে। আইন কমিশনকে আরো শক্তিশালী করে সেখানে যতগুলো আইন হবে সেখানে তারা রিপোর্ট দেবে এরপর সেটা পার্লামেন্টে বিবেচনা করা হবে। কিন্তু কাস্টমস ভ্যাটসহ যতগুলা আইন আমরা পাই, একটা অর্ডিন্যান্স কার্যকারিতা হওয়ার দুই চারটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী চলে আসে। আমরা আবার এসবের কোনটা কোন সময়ে হয় তার হদিসও পাই না।

অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপনকালে কর কমিশনার আমিনুল হোসেন বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টে শুল্ক, আয়কর ও ভ্যাট সংক্রান্ত ২৪ হাজার ৫৭২টি মামলা বিচারাধীন। এর মধ্যে শুল্কে ১৭ হাজার ৪৭০টি, আয়করে ৩ হাজার ৮৭৬টি ও ভ্যাটে ৩ হাজার ২২৬টি মামলা বিচারাধীন। এসব মামলায় ৩০ হাজার ৯৪৬ কোটি টাকার রাজস্ব আটকে আছে।

তিনি মূল প্রবন্ধে আরো বলেন, ২০১৫-২০১৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকা। এ থেকে দেখা যায়, লক্ষ্যমাত্রার ১৭ দশমিক ৫৫ শতাংশ রাজস্ব বিভিন্ন মামলায় আটকে আছে।

মামলায় আটকে যাওয়ার রাজস্ব আদায়ের জন্য রাজস্ব মামলা বিচার করার জন্য সুপ্রিম কোর্টের বিশেষায়িত বেঞ্চের সংখ্যা বৃদ্ধি, এনবিআরের বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে কার্যকর করাসহ বিভিন্ন সুপারিশ করেন তিনি।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ ও বিচারপতিগণ প্রমুখ। এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সেমিনারে সভাপতিতত্ব করেন।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।