শাবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০টায় ফল প্রকাশ করা হয়। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটের (www.sust.edu/admission) মাধ্যমে জানা যাবে।
তাছাড়া শিক্ষার্থীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST RESULT Admission-Roll লিখে ১৬২২২ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে ফল জানতে পারবেন।
প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং বিকাল আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ইউনিটে এক হাজার ৪৪৮টি আসনের বিপরীতে আবেদন করেন ৪১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী।
এর মধ্যে ৮০ শতাংশের উপর শিক্ষার্থীর উপস্থিতি ছিল বলে জানায় ভর্তি কমিটি।
এমএএস